হারানো পথিক
আজ খুব ইচ্ছে করছে নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলতে, জানিনা কেন !
ইচ্ছে করছে ওই দূর অজানায় পথ ভুল করে চলে যেতে ...
যেখানে আমি হারিয়ে ফেলতে পারব নিজের চেনা মানুষ টাকে ,
নিজের অতীত স্মৃতি গুলো কে মুছে ফেলে এক নতুন জীবন পেতে, যেখানে ভালবাসার মানুষ বলতে শুধুই আমি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন